তিস্তায় ঝাঁপ যুবকের
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৮ ফেব্রুয়ারিঃ মঙলবার সেভক করোনেশন সেতু থেকে নীচে ঝাপ দিয়ে আত্মহত্যা করল এক যুবক।অভয় আগরওয়ালা(৩৪) নামে ঐ যুবক শিলিগুড়ি জ্যোতিনগর কলোনীর বাসিন্দা। বাবার নাম বিজয় আগরওয়াল।সকাল সাড়ে দশটা নাগাদ সেবক সেতু থেকে নীচে ঝঁপ দেয়। সেই সময় স্থানিয় কিছু মানুষ এই দৃশ্য দেখে পুলিশ কে খবর দেয়। । তারা দেখতে পেয়ে দ্রুত আউটপোষ্টে খবর দেয়।ব্রীজের নীচে পিলারের কাজ হচ্ছিলো ।তারাও দেখতে পায়।দ্রুত সেভক ও মংপং ফাড়ির পুলিশ এসে নীচে নামে ও পাথরের পাশে পড়ে থাকা দেহ উদ্ধার করে নৌকায় তোলে।তার পেট থেকে জল বের করে, বাচানোর চেষ্টা করে পুলিশ কিন্তু ততক্ষনে মৃত হয়েছে ওই যুবকের।তার বাড়ীতে খবর দিলে তার বাবা ও আত্মীয়রা ও প্রতিবেশীরা ঘটনাস্থলে উপস্থিত হয়।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ব্রীজের নীচে থেকে উপরে তুলে আনে।মৃতদেহ ময়না তদন্তের জন্য উত্তরবঙ মেডিকাল কলেজ ও হাসপাতালে পাঠান হয়।
এদিন সকালে সেভকে যাবে বলে বাড়ি থেকে বের হয় ওই যুবক।এরপর নদীতে ঝঁপ দেয়। কি কারণে নদীতে ঝাপ দিয়ে আত্তহত্তা করলো যুবক তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন