তিস্তায় আত্মহত্যার চেষ্টা

 তিস্তায় ঝাঁপ যুবকের 


নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২৮ ফেব্রুয়ারিঃ মঙলবার সেভক করোনেশন সেতু থেকে নীচে ঝাপ দিয়ে আত্মহত্যা করল এক যুবক।অভয় আগরওয়ালা(৩৪) নামে ঐ যুবক শিলিগুড়ি জ্যোতিনগর কলোনীর বাসিন্দা। বাবার নাম বিজয় আগরওয়াল।সকাল সাড়ে দশটা নাগাদ সেবক সেতু থেকে নীচে ঝঁপ দেয়। সেই সময়  স্থানিয় কিছু মানুষ এই দৃশ্য দেখে পুলিশ কে খবর দেয়। । তারা দেখতে পেয়ে দ্রুত আউটপোষ্টে খবর দেয়।ব্রীজের নীচে পিলারের কাজ হচ্ছিলো  ।তারাও দেখতে পায়।দ্রুত সেভক ও মংপং ফাড়ির পুলিশ এসে নীচে নামে ও পাথরের পাশে পড়ে থাকা দেহ উদ্ধার করে নৌকায় তোলে।তার পেট থেকে জল বের করে, বাচানোর চেষ্টা করে পুলিশ কিন্তু ততক্ষনে মৃত হয়েছে ওই যুবকের।তার বাড়ীতে খবর দিলে তার বাবা ও আত্মীয়রা ও প্রতিবেশীরা ঘটনাস্থলে উপস্থিত হয়।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ব্রীজের নীচে থেকে উপরে তুলে আনে।মৃতদেহ ময়না তদন্তের জন্য উত্তরবঙ মেডিকাল কলেজ ও হাসপাতালে পাঠান হয়।

এদিন সকালে সেভকে যাবে বলে বাড়ি থেকে বের হয় ওই যুবক।এরপর  নদীতে ঝঁপ দেয়। কি কারণে নদীতে ঝাপ দিয়ে আত্তহত্তা করলো যুবক তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।

মন্তব্যসমূহ