শিলিগুড়িতে ইন্ডোর স্টেডিয়াম নিয়ে শাসক বিরোধী তরজা

 

শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়াম নিয়ে পুর বৈঠকে ঝড় বিরোধীদের 



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৭ ফেব্রুয়ারিঃ   শিলিগুড়ি বয়েজ ইষ্কুলের  সামনে পাকা রাস্তার ধারের ড্রেন ও নিকাশি ব্যবস্থা ঠিক করতে এবং শিলিগুড়ি পুর নিগমের ৩ নং বোরো অফিসকে অস্থায়ী ভাবে ইনডোর সেটডিয়ামে স্থানান্তরিত করতে পুর নিগমের সচিব এবং ইঞ্জিনিয়ারদের  নিয়ে সরজমিনে পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব।তিনি তার ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেন এই কাজ যত তাড়াতাড়ি পারা যায় শেষ করতে। মেয়র জানান এই ইষ্কুল অনেক দিনের পুরানো।তাই ইষ্কুলের ভিতরের পাশাপাশি ইষ্কুলের বাইরেও সংষ্কারের প্রয়োজন।আমি ইঞ্জিনিয়ারদের জানিয়ে দিলাম যতটা তাড়াতাড়ি পারা যায় এই কাজ শেষ করে দিতে। এছারা শিলিগুড়ির আরেক গর্ব ইন্ডোর ষ্টেডিয়ামও অনেক দিন ধরেই পড়ে আছে সেটারও সংষ্কারের প্রয়োজন।এটা ঠিক হয়ে গেলে ষ্টেডিয়ামের উপরে চাপ অনেক কমে যাবে। আমি চেষ্টা করছি এই দুটো কাজ যতটা তাড়াতাড়ি পারা যায় শেষ করে দিতে । 

আজকের বোর্ড মিটিং এ  যেটা ছিল শিলিগুড়ি পুরনিগমের দশম দ্বাদশ বোর্ড মিটিং সেখানে মুখ্যমন্ত্রীর ডাকা সভায় ষ্টেডিয়ামের বর্তমান পরিস্থিতি নিয়ে ঝড় তোলেন বিরোধীরা। বিরোধীদের মধ্যে সরব ছিলেন বিজেপীর সমস্ত কাউন্সিলারেরা। এর মধ্যে সিপিএমের কাউন্সিলারেরাও অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেসের আমলে গোটা শহরের সংষ্কৃতি একেবারেই নষ্ট হয়ে গেছে।ষ্টেডিয়ামে তো খেলা হয় না বললেই চলে মেয়র মিটিং মিছিল এবং উদ্বোধন করে যাচ্ছেন। জলের অবস্থা ভালো নয়। ড্রেন একেবারেই পরিষ্কার হচ্ছে না মশার উপদ্রব বেড়েই চলেছে দিনের পর দিন। পুরনিগম নিজেদের প্রশংসা নিজেরাই ঢাক এবং ঢোল বাজিয়ে করছে। অথচ মানুষের প্রয়োজনীয় জিনিসের যোগান নেই। তৃণমূল কাউন্সিলারেরাও উদ্বোধন নিয়ে আছেন কেউ নিজের নিজের ওয়ার্ডকেই দেখতে পারছেন না,এক বছরের খতিয়ান হিসাবে একেবারেই ব্যার্থ পুরনিগম।অথচ নিজেরাই নিজেদেরকে সফল বলছে। এই ঘটনা একেবারেই হাস্যকর এবং অবান্তর।  একেবারেই কাজ করছে না এই পুরনিগম। তাই নিজেদের সফল বলছে। তৃণমূল কাউন্সিলারেরা পিকনিক করছেন অথচ সাধারন মানুষের চাহিদার কোন দাম নেই তাদের কাছে। মেয়র জানান আগামী চার বছরে শিলিগুড়ি পুরনিগম সাজিয়ে তুলবে শিলিগুড়িকে। শুধুমাত্র সময় দরকার। সবাই দেখবে শিলিগুড়ির ভবিষ্যতের উন্নয়ন জানালেন মেয়র গৌতম দেব।

মন্তব্যসমূহ