সিকিমে ভুমিকম্প

সিকিমে ভুমিকম্প , আতংক , হোটেলে ফাটল  



বিশেষ সংবাদদাতা , সিকিম , ১৩ ফেব্রুয়ারিঃ   তুরস্ক সিরিয়ার ভয়ঙ্কর ভূমিকম্প বিপর্যয় গোটা বিশ্বকে আতঙ্কিত করেছে। নিহত সংখ্যা ইতিমধ্যে ৩০ হাজার পার করে দিয়েছে, আহত হয়েছেন প্রচুর মানুষ। তবে সংখ্যাটা জানা যায়নি। এরই মধ্যে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য সিকিমে সোমবার ভোরে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৩ , ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি হোটেলে ফাটল ধরে গেছে বলে জানা গেছে। ভূমিকম্পের গভীরতা ছিল মাটি থেকে ১০ কিলোমিটার ভেতরে। গ্যাংটক থেকে ১২০  কিলোমিটার দূরে ইউকসাম শহরে ভূমিকম্প অনুভূত হয়, এই শহরটির প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম। তাই পর্যটকদের পছন্দের তালিকায় রয়েছে শহরটি। এদিন ভূমিকম্পের জেরে অনেকই আতঙ্কিত হয়ে পড়েন। তবে হতাহত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, বিশেষজ্ঞরা জানাচ্ছেন তাপমাত্রা কম থাকবার কারণে ক্ষয়ক্ষতি হয়নি। 

মন্তব্যসমূহ