দিনে গরম , রাতে ঠান্ডা , শীতের বিদায় ঘন্টা কি বাজল ?

 আবহাওয়ার খামখেয়ালী মনোভাব, দিনে গরম , রাতে ঠান্ডা




সজল দাশগুপ্ত , কলকাতা , ১১ ফেব্রুয়ারিঃ  আবহাওয়ার খামখেয়ালীপনায় জেরবার হতে হচ্ছে সাধারণ মানুষকে। রাতের দিকে ও ভোরবেলা  ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে। কলকাতা সহ সংলগ্ন এলাকায় আবার ভোরের দিকে কুয়াশার প্রকোপ দেখা দিচ্ছে । সকালের সঙ্গে দুপুরের তাপমাত্রার ফারাক থাকছে প্রায় ৪ থেকে ৫ ডিগ্রী। ফলে নানা ভাবে শরীরের ওপর প্রভাব ফেলছে এই আবহাওয়া । কাশি , জ্বর , সরদির প্রকোপ বাড়ছে । 

 আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী ১৫ই ফেব্রুয়ারির পর শীত বিদায় নিতে শুরু করবে। এখন থেকে প্রতিদিনই তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিগ্রি, অপরদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি।

মন্তব্যসমূহ