ডেঙ্গু মোকাবিলায় রাস্তায় শিলিগুড়ির মেয়র

 ডেঙ্গু পরিস্তিতি দেখতে এলাকায় এলাকায় শিলিগুড়ির মেয়র 



 নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১৪ অক্টোবরঃ  শিলিগুড়িতে বাড়ছে ডেঙ্গু । পরিস্তিতি খতিয়ে দেখে , ৪১,৪২ এবং ৪৩ নং ওয়ার্ডের ডেঙ্গু পরিস্থিতি তত্ত্বাবধানে আজ সকালে ডেপুটি মেয়র সহ শিলিগুড়ি পুর নিগমের সমস্ত স্বাস্থ্য আধিকারিক ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে ৪২ নং ওয়ার্ডের ২ নং পৌর স্বাস্থ্য কেন্দ্রে জরুরী বৈঠক করা হলো এবং বাড়ি বাড়ি পৌঁছে বর্তমান পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব । তিনি জানালেন ডেঙ্গু কে সম্পূর্ণ নির্মূল করতে 24×7 আমাদের এই লড়াই চলতে থাকবে। তিনি এদিন ডেঙ্গু আক্রান্ত প্রত্যেক পরিবারের সাথে দেখা করে তাদের সব ধরনের সাহায্য করবেন বলে জানান।তিনি জানান শিলিগুড়ি পুরনিগম ডেঙ্গুর সাথে লড়াই করে চলেছে প্রতিদিন। নিয়মিত তেল এবং ধোয়া দেওয়া হচ্ছে শিলিগুড়ির মোট ৪৭ টি ওয়ার্ডেই। শিলিগুড়ি হাসপাতালে যে যে রোগী ডেঙ্গুতে আক্রান্ত তাদের সুষম খাবারের ব্যাবস্থা করা হচ্ছে শিলিগুড়ি কর্পোরেশনের তরফ থেকে। আমরা বাড়িতে বাড়িতে গিয়ে নাগরিকদের সচেতন করছি।মেয়র জানান সব জায়গাতেই মশার তেল দেওয়া হচ্ছে।আমরা চেষ্টা করছি প্রতিটি ওয়ার্ডেই মশার তেল পৌছে দেবার।

মন্তব্যসমূহ