ফুটবলে আবার সেরা বাংলা , অনুর্ধ ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপে লজ্জার হার ভারতের
ক্রীড়া সংবাদদাতা , ১২ অক্টবরঃ জাতীয় গেমসের ফাইনালে কেরল কে গোলের মালা পরালো বাংলা । জাতীয় গেমস এর ফাইনালে বিশ্বজিৎ ভট্টাচার্যের সোনার বাংলা দুর্দান্ত খেলে গোলের মালা পরিয়ে কেরলকে হারালো। বাংলার ফুটবলারদের সামনে কোন প্রতিরোধ করে তুলতে পারেনি কেরলের ফুটবলাররা। ম্যাচ শুরুর প্রথম থেকেই অ্যাটাকিং ছিল বাংলার ফুটবলাররা।প্রথম হাফ এ তিনটি গোল করে এগিয়ে যায় বাংলা। তিনটি গোল করেন নরহরি শ্রষ্টা। ম্যাচের দ্বিতীয় হাফ এ রবি হাসদার গোলে আরো ব্যবধান বাড়ায় বাংলা। ম্যাচের অন্তিম লগ্নে পঞ্চম গোলটি করে অমিত ভট্টাচার্য। আরো কয়েকটি অবধারিত
সুযোগ নষ্ট করে বাংলার ফুটবলাররা, সুযোগ পেলে উপযুক্ত ব্যবহার করলে আরো বেশি গোলের ব্যবধানে জয়ী হতো বাংলা।
আমেরিকার কাছে লজ্জাজনক হার ভারতের । এই প্রথমবার ভারতীয় মহিলা ফুটবল দল বিশ্বকাপ খেলবার সুযোগ পেয়েছে। তবে প্রথমবার অনূর্ধ্ব ১৭ ভারতীয় মহিলা ফুটবল দল খেলতে নেমে একরাশ লজ্জা উপহার দিল। প্রতিপক্ষ ছিল আমেরিকা, বিশাল ব্যবধানে ভারত আমেরিকার কাছে পরাজয় স্বীকার করে। খেলার ফলাফল আমেরিকা ৮ ভারত ০, আমেরিকার ফরওয়ার্ড লাইনের কাছে দিশেহারা দেখাচ্ছিলো ভারতীয় ডিফেন্স লাইন আপ কে। ম্যাচের শুরু থেকেই অ্যাটাকিং ফুটবল খেলে আমেরিকানরা। প্রথম হাফ পাঁচ পাঁচটা গোল করে এগিয়ে যায় আমেরিকা, পরের হাফ আরো ৩ টি গোল করে। ভারতীয় ফুটবলাররা একেবারে আত্মসমর্পণ করে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন