উত্তরবঙ্গের সেনা ছাউনিতে কিং কোবরা

বিন্নাগুরি সেনা ছাউনিতে ১৫ ফুট কিং কোবরা 


সজল দাশগুপ্ত , বিন্নাগুড়ি , ৯ অক্টোবরঃ  শনিবার বিকালে বিন্নাগুরি সেনা ছাউনি থেকে বিশালাকার কিং কোবরা উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার দিন বিকালে বিন্নাগুরি সেনা ছাউনিতে একটি ১৫ ফুট লম্বা কিং কোবরা দেখতে পাওয়া যায়। দ্রুত খবর দেওয়া হয় সংশ্লিষ্ট বনদপ্তরকে,ঘটনার খবর পাওয়া পর দ্রুত বন্দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে বিশালাকার সাপটি উদ্ধার করে। বনদপ্তর থেকে জানানো হয়েছে সুস্থ হলে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।আপাতত সাপটি পর্যবেক্ষণে রয়েছে।

মন্তব্যসমূহ