মহিলাদের এশিয়া ক্রিকেট কাপে ভারতের প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা , টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হার ভারতের
অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে হার ভারতের , মহিলা এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে শ্রী লঙ্কা
ক্রীড়া সংবাদদাতা , ১৩ অক্টোবরঃ পশ্চিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হার ভারতের । কে এল রাহুলের দুর্দান্ত ৭৪ রান এই ম্যাচের বড় প্রাপ্তি। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, আজ ভারতীয় দল তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল। প্রতিপক্ষ ছিল পশ্চিম অস্ট্রেলিয়া। ভারত আজ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। পশ্চিম অস্ট্রেলিয়া নির্ধারিত ওভারে ১৬৪ রান তোলে। আজ রোহিত শর্মার বদলে ভারতীয় দলকে নেতৃত্ব দেন কে এল রাহুল। পাওয়ার প্লেতে ভারত একেবারে রান তুলতে পারেনি।কোন ভারতীয় ব্যাটসম্যান পশ্চিম অস্ট্রেলিয়ার বোলারদের সামনে সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি, একমাত্র কে এল রাহুল ছাড়া। আজ দুর্দান্ত ইনিংস খেলেন তিনি ৫৫ বলে করেন ৭৪ রান। তবে আর কেউ সেই ভাবে খেলতে না পারার কারণে ভারত ১৩২ রানের বেশি এগোতে পারেনি।
মহিলাদের এশিয়া কাপের ফাইনাল খেলা হবে ভারত বনাম শ্রীলংকা। এদিন সকালে ভারত সহজেই থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে যাওয়ার ছাড়পত্র পায়। দ্বিতীয় সেমিফাইনাল ছিল পাকিস্তান বনাম শ্রীলঙ্কা। দ্বিতীয় সেমিফাইনালে দুর্দান্ত খেলে শ্রীলংকা এক রানে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাওয়া ছাড়পত্র পেয়ে গেছে। শ্রীলংকা প্রথমে ব্যাট করতে নেবে নির্ধারিত ওভারে ১২২ তুলতে সক্ষম হয়, অপরদিকে পাকিস্তান নির্ধারিত কুড়ি ওভারে ১২১ রান করে থমকে যায়। এক রানে ম্যাচ জিতে ফাইনালে চলে যায় শ্রীলংকা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন