কলকাতা লিগেও ইস্টবেঙ্গল পেছচ্ছে

 এরিয়ানের বিরুদ্ধে ড্র, কলকাতা লীগেও পিছিয়ে পড়ছে  ইস্টবেঙ্গল



ক্রীড়া সংবাদদাতা , ১৫ অক্টোবরঃ   কলকাতা লিগেও ক্রমশ পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল, আজ এরিয়ানের বিরুদ্ধে জয়লাভ করতে পারল না ইস্টবেঙ্গল। খেলার ফলাফল ইস্টবেঙ্গল ১ এরিয়ান ১। কলকাতা লিগের প্রথম ম্যাচ খিদিরপুরের বিরুদ্ধে অমীমাংসিতভাবে শেষ করেছিল ইস্টবেঙ্গল। দুটি ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। ওইদিকে আইসিএলেও ইস্টবেঙ্গলের পারফরমেন্স তলানিতে, প্রথম দুটি ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হয়েছে ইস্টবেঙ্গলকে। এদিন এরিয়ানের বিরুদ্ধে শুরুটা ভালোই করেছিল ইস্টবেঙ্গল। প্রথম হাফ এ  গোল করে এগিয়ে যায়। তবে বেশিক্ষণ চাপ ধরে রাখতে পারেনি এরিয়ানের উপর। দ্বিতীয় হাফ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই গোল শোধ করে সমতা ফেরায় এরিয়ান। এদিন ইসবেঙ্গলের ডিফেন্সের জরাজীর্ণ অবস্থা আবার চোখে পড়লো। এই ড্রয়ের ফলে কলকাতা লিগ থেকেও ক্রমশ পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল।

মন্তব্যসমূহ