বৌবাজার নিয়ে রাজনৈতিক তরজার সঙ্গে বাড়ছে অন্যের ঘাড়ে দোষ চাপানোর প্রতিযোগিতা

 

রাজনৈতিক তরজার মধ্যে পড়ে দিশেহারা বৌবাজারের গৃহহীন মানুষ 



বিশেষ সংবাদদাতা , ১৫ অক্টোবরঃ কলকাতার বৌবাজার কান্ড নিয়ে উত্তাল রাজনোইতিক তরজা। রাজ্যের শাসক দল যখন এক তরফা ভাবে মেট্রো কতৃপক্ষের  গফিলতির দিকে আঙ্গুল তুলে প্রকারন্তরে কেন্দ্রিয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে । অন্য দিকে রাজ্যের প্রধান বিরোধী দল গুলি এই পরিস্তিতির জন্য রাজ্য সরকারকেই কাঠগড়ায় দাড় করিয়েছে। বিরোধী দল গুলির অভিযোগের কেন্দ্রবিন্দুতে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং। কেননা , বিরোধীদের অভিযোগ , তিনিই নাকি মেট্রোর অই অঞ্চলের নকশায় বদল এনেছিলেন। অন্য দিকে রাজ্যের শাসক দল দাবি করছে , তারপর অনেক জল গড়িয়েছে । মমতা ব্যানার্জির পরিবরতে রেলমন্ত্রীর দায়িত্ব সামলেছেন অনেকেই । তারাও তো বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করতে পারতেন। যখন প্রথম দিকে একবার ২০১৯ সালে এরকম ঘটনা ঘটল , তারপর আবারো এমাসের মে মাসে ঘটল। তারপর আবার । বারবার এরকম যদি ঘটতেই থাকে , তাহলে কোন ব্যবস্থা না নিয়ে কাজ শুরু হয় কি ভাবে ? আজকের নবান্নে জরুরী বৈঠকে সিদ্ধান্ত নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে যে আগে এলাকা খালি না করে মেটড়োর কাজ শুরু করা যাবে না । মেট্রো কতৃপক্ষ আগেই জানিয়েছে যে ডীসেম্বর পর্যন্ত কাজ বন্ধ থাকবে। এদিকে এই ডামাডোলের মধ্যে পড়ে মদন দত্ত লেনের বাসিন্দারা দিশেহারা। তারা বুঝে উঠতে পারছেন না , কি করবেন ? প্রায় ১০০ জনের মত বাসিন্দাকে ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন হোটেলে রাখা হয়েছে। আজ মেট্রো কতৃপক্ষ জানিয়েছে যে শনি সকাল থেকেই জল আর সুড়ঙ্গে ঢুকছে না। একথায় বিশ্বাস করতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। তারা মাথার অপর ছাদ হারিয়ে , ভবিষ্যৎ এর দিকে তাকিয়ে এক্রাশ দীর্ঘশ্বাস ফেলে একটা কথাই বলছেন , ফিরে পাবো তো নিজের আপন ঘরখানি ?   

মন্তব্যসমূহ