দুই ছিনতাইকারি ধৃত ট্রেনে
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২২ অক্টোবরঃ দীপাবলির ছুটিতে বাড়িতে ফেরার সময় এক রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে ছিনতাই এর ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ।ধৃতদের নাম সন্দীপ দে এবং দীপজ্যোতি সাহা।
জানা গিয়েছে, গোয়াহাটি থেকে ট্রেনে করে শুক্রবার রাতে এনজেপি স্টেশনে নামেন ব্যাঙ্ক ম্যানেজার।সেখান থেকে একটি টোটোতে ঘোঘোমালিতে বাড়িতে যাওয়ার জন্য ওঠেন তিনি।এরপর মাঝ রাস্তায় টোটো দাঁড় করায় দুই দুষ্কৃতি।ম্যানেজারকে মারধর ও তার মোবাইল, নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা।আহত অবস্থায় বাড়িতে পৌঁছে গোটা বিষয়টি পরিবারের সদস্যদের জানান ব্যাঙ্ক ম্যানেজার।এরপরই আশিঘর ফাঁড়িতে ঘটনার অভিযোগ দায়ের করা হয়।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কয়েকঘণ্টার মধ্যে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।শনিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন