বিজয়া সম্মিলনীতে তৃণমূল কর্মীদের চাঙ্গা করার চেষ্টা




কর্মীদের চাঙ্গা ও এক করে রাখতে উত্তরবঙ্গে বিজয়া সম্মিলনী তৃণমুলের 



নিজস্ব সংবাদদাতা , নকসালবাড়ি , ১৩ অক্টোবরঃ   নকসালবাড়িতে বিজয়া সন্মেলনে তৃণমূল কংগ্রেসের মহিলা রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা ভট্টাচার্য। দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং মেয়র গৌতম দেবের সাথে যোগ দেন বিজয়া সন্মিলনীতে।  উপস্থিত ছিলেন জেলার তৃণমূল কংগ্রেস কর্মীরাও। সায়ন্তিকা নিজেও ছোট ছোট শিশুদের সাথে একটি নৃত্যানুষ্ঠানেও যোগ দেন।তিনি জানান কিছু রাজনৈতিক এবং কিছু ব্যক্তিগত কাজে তিনি শিলিগুড়িতে এসেছেন। আর মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি বিজয়া সন্মিলনীতে যোগদান করেছেন। ভাল লাগল ছোটদের সাথে নাচে অংশগ্রহন করে। তাছারা উত্তরবঙ্গের সবার সাথে পরিচয় হল।আমি নিজেও আগে বেড়াতে অনেকবার উত্তরবঙ্গে এসেছি। জেলা সভাপতির সাথে এবারে ভালোভাবে পরিচয় হল। মেয়র এসেছিলেন। আমি আবার আসব শিলিগুড়িতে। এদিকে জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানালেন রাজ্য সম্পাদিকা নিজে এসে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। কর্মীরাও প্রচণ্ডভাবে উৎসাহী ছিল রাজ্য সম্পাদিকার আসা নিয়ে। মুখ্যমন্ত্রীর নির্দেশে গোটা রাজ্যে বিজয়া সন্মিলনী অনুষ্ঠিত হচ্ছে। আমরা চাই বিজয়া সন্মিলনী সব জায়গাতেই সফল হয়ে উঠুক। মেয়র গৌতম দেবও উপস্থিত ছিলেন বিজয়া সন্মিলনীতে। তিনি জানালেন এবারের বিজয়া সন্মিলনী একেবারেই আলাদা ভাবে হচ্ছে কারন এবারে তৃণমূল কংগ্রেস দুটি জায়গাতেই জয়লাভ করেছে।তাই এবারে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস নতুনকরে বিজয়ার অনুষ্ঠান করবে। আগামী দিনে আমাদের সবাইকে এক হয়ে লড়াই করতে হবে।এই সব অনুষ্ঠান আমাদের শক্তি অনেকটাই বাড়িয়ে দেবে।জেলা সভাপতির উদ্যেগে গোটা শিলিগুড়িতেই চলছে বিজয়া সন্মিলনী।আর এর মুল লক্ষ আগামী দিনের ভোট।এই লক্ষ্যে অনেকটাই সফল জেলা সভাপতি পাপিয়া ঘোষ। 

মন্তব্যসমূহ