উত্তরবঙ্গ সফরে আগামী সপ্তাহে যাচ্ছেন মমতা , মালবাজারে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ১৪ অক্টোবরঃ আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। জানা গেছে মালবাজারের জন্যেই তিনি আসছেন উত্তরবঙ্গে। তিনি মালবাজারে এসে নিহত আটজন এবং ক্ষতিগ্রস্থ দের পরিবারের সাথে দেখা করবেন। তাদের সব রকমের প্রতিশ্রুতি দিয়ে তাদের হাতে কিছু সাহায্য তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী।তিনি নিহত আটজনের পরিবারের সাথে দেখা করবেন এবং তাদের সমস্যার কথা জানবেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রীর এই সফরে তার সাথে কে কে আসছেন তা জানা না গেলেও অরুপ বিশ্বাস আসছেন খুব সম্ভবত। মুখ্যমন্ত্রী নিজে পরিবারগুলির সাথে কথা বলতে আগ্রহী বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মালবাজারের দুর্ঘটনার জন্য প্রশাসনের কতখানি গাফিলতি আছে তা দেখবার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটে গেল তাও দেখতে চান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এই ব্যাপারে উত্তরবঙ্গের কয়েকজন বিশিষ্ট নেতৃত্বের সাথে কথা বলবেন বলে জানা গেছে। তবে সবকিছুই নির্ভর করছে মুখ্যমন্ত্রীর আসার উপরে। কারন মুখ্যমন্ত্রী নিজেই তার সফরসূচি তৈরী করেন,কাজেই তার উত্তরবঙ্গে না আসা পযর্ন্ত কিছুই বোঝা যাচ্ছে না ধরে নিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন