প্রাক্তণ রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের জন্মদিন পালিত

 

শ্রদ্ধায় পালিত প্রাক্তণ রাষ্ট্রপতি  এ পি জে আব্দুল কালামের জন্মদিন 



নিজস্ব সংবাদদাতা , ১৫ অক্টোবরঃ শ্রদ্ধায়  সারা দেশে প্রাক্তণ রাষ্ট্রপতি ,   এ পি জে আবদুল কালামের ৯১তম জন্মদিবস পালন করা হল । সারা দেশের সঙ্গে  আজ শিলিগুড়ি পুরনিগমে।তিনি জানান এপি জে আবদুল কালাম শুধুমাত্র একজন ভারতীয় পরমাণু বিজ্ঞানী ছিলেন তাই নয়, তিনি ভারতীয় প্রজাতন্ত্রের একাদশ রাষ্ট্রপতি  হিসাবে দায়িত্ব পালন করেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মহাকাশযানবাহী রকেট উন্নয়নের কাজে তার অবদানের জন্য তাকে ‘ভারতের ক্ষেপণাস্ত্র মানব’ বা ‘মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’ বলা হয় ,  বলেন গৌতম দেব।

তার ৯১ তম জন্মদিনে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হল। মেয়র জানালেন আবদুল কালাম ভারতের গর্ব। তিনি শুধুমাত্র রাষ্ট্রপতিস ছিলেন না একজন বিজ্ঞানী ছিলেন যিনি সবসময় ভারতের নাম ইতিহাসের পাতায় তুলতে চেষ্টা করে গেছেন। শিশুদের তিনি সবসময় ভালোবাসতেন।তিনি শিশুদের সাথে সময় কাটাতে তিনি আগ্রহী ছিলেন।একজন রাষ্ট্রপতি এবং বিজ্ঞানী হওয়া সত্যেও তিনি অতি সাধারন জীবন যাপন করতেন বলে জানান। এদিন এপিজে আবদুল কালামের ফটোতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মেয়র এবং ডেপুটি মেয়র সহ শিলিগুড়ির অন্যান্য এম আই সি এবং কাউন্সিলারেরা।

মন্তব্যসমূহ