একসময়ের তৃণমুল কর্মীর বিজেপিতে যোগদান
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ১৬ অক্টোবরঃ উত্তরবঙ্গে বিজেপিতে আবার যোগদান শুরু । এবার নির্দল ছেড়ে আজ বিজেপীতে যোগ দিলেন বিকাশ রঞ্জন সরকার।আজ তিনি আনুষ্ঠানিক ভাবে বিজেপীতে যোগ দেন। গত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে টিকিট না পাওয়ায় নির্দলে যোগ দেন বিকাশ সরকার। অনেকদিন ধরেই তিনি চেষ্টা করে যাচ্ছিলেন বিজেপীতে যোগ দেবার। তৃণমূল কংগ্রেস তার জন্য আগ্রহ না দেখানোয় হতাশ বিকাশ সরকার তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন যে তিনি বিজেপীতে যোগ দিচ্ছেন।বিজেপীতে বিকাশ সরকারের জন্য সবচাইতে বেশী আগ্রহ দেখিয়েছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ। মুলত তার উদ্যেগেই বিকাশ সরকার বিজেপীতে যোগ দেন। বিজেপীতে যোগ দিয়েই বিকাশ সরকার তোপ দাগেন রাজ্য সরকারের বিরুদ্ধে।তিনি জানান টাকা নিয়ে চাকরি দিচ্ছে সরকার।আর এখন সেটাও বন্ধ হয়ে গেছে। তিনি জানান চাকরি না দিয়ে মানুষকে ভিক্ষা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি আরো জানান আগামীতে বিজেপীই বাংলার ক্ষমতা দখল করবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন