গুজরাটের ঘটনায় শোকপ্রকাশ রুশ প্রেসিডেন্ট পুতিন
বিশেষ প্রতিনিধি , ৩১ অক্টোবরঃ গুজরাটের মর্মান্তিক মোরবি ব্রিজ দুর্ঘটনায় আহত নিহতদের প্রতি সমবেদনা প্রেসিডেন্ট পুতিনের
গতরাতে গুজরাটের মোরবিতে ব্রিজ ভেঙে মৃত্যু হয়েছে অন্তত ১৪১ জনের, আহত সংখ্যাও কম নয়। সংস্কারের পর চার দিন আগে শতাব্দী প্রাচীন ব্রিজটি খুলে দেওয়া হয়েছিল। গতকাল ছট পুজো চলাকালীন আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজ।আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অনেকের অবস্থায় আশঙ্কাজনক রয়েছে বলে জানা গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনার প্রতি শোকবার্তা জ্ঞাপন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। নিজেদের ওয়েবসাইটে তিনি এই দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সৌদি আরব থেকেও ভারতের উদ্দেশ্যে পাঠানো হয়েছে শোকবার্তা।
আগামীকাল ঘটনাস্থলে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এদিকে উচ্চ পর্যায়ে তদন্তের জন্য সিট গঠন করেছে গুজরাট সরকার । সারা দেশে বিজেপি বিরোধী শক্তি গুজরাটের এই ঘটনা নিয়ে তুলোধনা করছে রাজনৈতিক ভাবে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন