সিকিমে ভয়াবহ ধসে আটকে থাকা ৩০০ পর্যটক উদ্ধার
সজল দাশগুপ্ত , সিকিম , ১৩ অক্টবোরঃ ভয়াবহ ধস উত্তর সিকিমে, লচুং ও লাচনে আটকে পড়েন বহু পর্যটক, প্রশাসনের তৎপরতা উদ্ধার করা হয় প্রায় ৩00 পর্যটককে। হোটেল মালিকরা আগাম সতর্কবার্তা দিয়েছিলেন যে কোনো সময় ধস নামতে পারে রাস্তায় হোটেলের বাইরে না বের হতে। কিন্তু সেই সতর্ক বাণীতে কর্ণপাত করেননি পর্যটকরা। রাস্তায় ধস আমার ফলে আটকে পড়েন অনেকে, প্রশাসনের তৎপরতায় পর্যটকদের উদ্ধার করে নিরাপদ স্থলে নিয়ে যাওয়া হয়। সোমবার বিকাল থেকে উদ্ধারকার্য নামে উদ্ধার কার্য বাহিনী। বৃষ্টিপাত কমে গেল উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় রয়েছে খারাপ আবহাওয়া সাথে ধস নেমেছে বিভিন্ন জায়গায়। গ্যাংটকের কিছু আগেও ধস নামার খবর পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে যে বেশ কিছু পর্যটক আশ্রয় নিয়েছেন স্থানীয় একটি গুরুদ্বারে । এখনো পর্যন্ত কোন পর্যটকের হতাহতের খবর নেই ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন