শিলিগুড়ির ডেঙ্গু পরিস্তিতি সামাল দিতে জরুরী বৈঠকে পুরসভা
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ১২ অক্টোবরঃ আজ শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে মেয়র ডেঙ্গু পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ডেপুটি মেয়র এবং অন্যান্য মেয়র পারিষদদের সাথে সাথে।এদিন মেয়র জানান শিলিগুড়িতে ডেঙ্গুকে নিয়ে চিন্তার কিছু নেই। পুরসভা পুরোপুরি নিয়ন্ত্রন করছে। শুধুমাত্র আমাদের খেয়াল রাখতে হবে যাতে মশার সংখ্যা যাতে আর না বেড়ে যায়। শিলিগুড়ি পুরসভা যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করে চলেছে শিলিগুড়িতে।প্রতিটি ওয়ার্ডেই সার্ভে করা হচ্ছে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে কি না।তেল দেওয়া হচ্ছে এবং প্রতিটি ডেঙ্গু আক্রান্তের বাড়িতে পুষ্টিকর খাবার পৌছে দেওয়া হচ্ছে। আমাদের একটি টিম প্রতিদিন এবং প্রতিনিয়ত কাজ করে চলেছেন ডেঙ্গুকে নিয়ে।যারা যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন তাদের পরিবারেকে অনুরোধ করা হচ্ছে তারা যেন পুরসভাকে খবর দেন। শিলিগুড়ি পুরনিগম সবসময় 24ঘন্টা ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করছে।তাই ডেঙ্গুকে নিয়ে বিরোধীদের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন মেয়র। মেয়র জানিয়েছেন ডেঙ্গু আক্রান্ত সবসময় সেবা পাবেন তাই তার দল দৌড়ে চলেছেন আক্রান্তদের দিকে।তবে তিনি শিলিগুড়ির মানুষের উদ্দেশ্যে জানিয়েছেন চিন্তা না করে ডেঙ্গুর মোকাবিলা করুন শিলিগুড়ি পুরনিগম পাশে আছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন