কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি খড়গে
বিশেষ প্রতিনধি , ১৯ অক্টোবরঃ সর্ব ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন দলিত নেতা মল্লিকার্জুন খরগে । তিনি শশি থারুর কে ভোটে পরাজিত করে নির্বাচিত হলেন । রাজনৈতিক মহলের মতে , এই ফলাফল হবারই ছিল। কেননা গান্ধী পরিবার নির্বাচনে পরোক্ষে পাশে ছিল খড়্গের। দীর্ঘ দুই দশক পর কংগ্রেসের সভাপতি গান্ধী পরিবারের বাইরে কেউ হলেন। ভোটে জিতেই খড়গে জানান , সবাইকে নিয়ে শক্তিশালী কংগ্রেস গড়াই তার লক্ষ্য । অন্যদিকে থারুর জানিয়েছেন যে তিনি দলের একজন কর্মী হিসেবেই কাজ করে যাবেন । দীর্ঘ বাইশ বছর পর এই নির্বাচন হল । খড়গে পেয়েছেন সাত হাজারের বেশি ভোট , অন্যদিকে থারুর পেয়েছেন এক হাজারের কিছু বেশি। চারশ মত ভোট বাতিল হয়েছে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন