নাটকের ভগত সিং , অনুশীলনের সময়ে ফাঁস লেগে মৃত্যু ছাত্রের

 

নাটকের অনুশীলন করতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু কিশোরের



সজল দাশগুপ্ত , ৩১ অক্টোবরঃ  মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল কর্নাটকের কোলারে। ফাঁসির দৃশ্যের অভিনয় এর অনুশীলন করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লো এক কিশোর। কিশোরের নাম সঞ্জয় গৌরা সে সপ্তম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। আগামী সপ্তাহে সে যে স্কুলে পড়ে ওই স্কুলে ভগৎ সিং এর জীবনে নিয়ে নাটক হওয়ার কথা। প্রতিদিন হচ্ছে স্কুলে অনুশীলন। শুধু তাই নয় স্কুল থেকে বাড়িতেও অনুশীলন করতে বলা হয়েছে। সেই অনুসারে শনিবার রাতে ওই কিশোর ভগৎ সিং এর ফাঁসির দৃশ্যর অনুশীলন করছিল। কোনভাবে তার গলায় ফাঁস লেগে যায়। ছটফট করতে করতে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। দুর্ভাগ্যবশত ঘটনার সময় ঘরে কেউ উপস্থিত ছিল না। কিছুক্ষণ পর বাড়ির লোকজন ঘরে এসে তার মৃতদেহটা দেখতে পায়। সাথে সাথে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে। পুলিশ প্রশাসন ঘটনা স্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে।

মন্তব্যসমূহ