আধুনিক সাজে সাজবে নিউ জলপাইগুড়ি স্টেশন
নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি , ১৩ অক্টোবরঃ উত্তর-পূর্ব সীমান্ত রেলের গৌহাটির সদর কার্যালয়ে জেনারেল ম্যানেজারের উপস্থিতিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হল গতকাল। এই বৈঠকের আলোচ্য বিষয় ছিল কিভাবে নিউ জলপাইগুড়ি স্টেশন -কে বিশ্বমানের পর্যায়ে উন্নতি করতে পারা যায়।এবংএর সঙ্গে জাব্রাভিটার আন্ডারপাস সংস্কার , ঠাকুর নগরে নতুন ফ্লাই ওভার নির্মাণ এবং সংলগ্ন রাস্তা নির্মাণের ব্যাপারে আলোচনা হয় । এই বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সাংসদ শ্রী জয়ন্ত রায়,এবং ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়িকা শ্রীমতি শিখা চ্যাটার্জী মহাশয়া এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন । বৈঠকে জয়ন্ত রায় জানান আমাদের চেষ্টা থাকবে নিউজলপাইগুড়িকে আধুনিক ষ্টেশন হিসাবে তৈরী করা।আমরা জানি এর জন্য বিশাল অঙ্কের টাকা খরচ হবে,সেটা আমরা দায়িত্ব নিতে প্রসতুত। বিধায়ক শিখা চ্যাটার্জী জানান তৃণমূল কংগ্রেস উন্নয়ন করে না, শুধুমাত্র দায়িত্ব নেয়, কিন্তুু বিজেপী তা করে না। বিজেপী দেশের মঙ্গল চায়।তাই আমাদের লক্ষ আমাদের দেশকে প্রচণ্ডভাবে শক্তিশালী করে তোলা। আর রেলের জায়গা তো সবার আগে। সময় লাগবে, কিন্তুু শিলিগুড়িবাসী এক নতুন এনজেপীকে দেখবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন