ডেঙ্গু মোকাবিলায় শিলিগুড়িতে রাস্তায় নেমেছেন মেম্বার ইন মেয়র কাউন্সিলের সদস্যরা

 

যুদ্ধকালীন তৎপরতায় শিলিগুড়িতে চলছে ডেঙ্গু মোকাবিলা 



কুশল দাশগুপ্ত , ১৫ অক্টোবরঃ  গোটা শিলিগুড়ি জুড়ে এখন ডেঙ্গুর বাড়বাড়ন্ত । প্রায় সব কটি ওয়ার্ডে ডেঙ্গু ছেয়ে গেলেও লড়াই করে চলেছেন পুর প্রতিনিধিরা ।  ডেঙ্গু রোধে রোজ দুবেলাই সকাল থেকে সন্ধ্যায় ধোয়া এবং তেল দেওয়া চলছে প্রতিটি ওয়ার্ডে । রাস্তায় নেমেছেন এম এম আই সি'রাও । ১৪ নম্বর ওয়ার্ডের পুরমাতা শ্রাবনি দত্ত   জানিয়েছেন , তার কর্তব্য তিনি করে চলেছেন। কারণ এবারে শিলিগুড়িতে ডেঙ্গু ছড়িয়েছে ব্যাপকভাবে।প্রতিটি ওয়ার্ডেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রচুর। শ্রাবনী দত্তের অভিযোগ প্রচুর বলা হলেও কেউ শোনেন না কথা। কারণ ডেঙ্গুকে রুখতে হলে সাবধানতা অবসম্ভাবী। ১৪ নং ওয়ার্ডেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রচুর। আমি চেষ্টা করছি একটু হলেও এই ডেঙ্গুর প্রভাব কমানোর। ডেঙ্গুর আতঙ্ক যখন ছড়িয়ে পড়েছে গোটা শিলিগুড়িতে নিজে উপস্থিত থেকে তার সাথে লড়াই করে চলেছেন  এই এম আই সি । আরও বলেন ,  আমি চেষ্টা করছি ,তবে সবার সহযোগীতা দরকার,তবেই সফল হবে আমার লক্ষ। 

অন্যদিকে  ৫ নং বোরোর অন্তর্গত ৪১ নং ওয়ার্ডের ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখা হলো ও ওয়ার্ডকে আরো পরিষ্কার পরিছন্ন রাখার জন্যে পৌরনিগমের আধিকারিকদের নির্দেশ দেওয়া হলো। উপস্থিত ছিলেন ৫ নং বোরো চেয়ারম্যান, পৌরনিগমের এম এম আই সি  ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকগণ।আজ সকালে ডেপুটি মেয়র রঞ্জন সরকার,বোরো চেয়ারম্যান দুলাল দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার এম এম আই সি এবং কাউন্সিলারেরা। এদিন ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান সবচাইতে ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের মানুষ।আর সেই কারনেই শিলিগুড়ি পুরসভার নির্দেশে গোটা ওয়ার্ডেই অভিযান চালালো শিলিগুড়ি পুরসভা।এদিন গোটা ৫ নম্বর   ওয়ার্ড ঘুরে দেখেন ডেপুটি মেয়র এবং দুলাল দত্ত । তারা কর্মীদের নির্দেশ দেন গোটা এলাকা জুড়ে তেল এবং ধোয়া দিয়ে ওয়ার্ডকে পরিচ্ছন্ন রাখতে।

মন্তব্যসমূহ