আই এস এলে অবশেষে জয় পেল মোহনবাগান , কলকাতা লীগে শীর্ষে মহমেডান
ক্রীড়া সংবাদদাতা , ১৬ অক্টোবরঃ আজ আই এস এল এ টান টান উত্তেজনার ম্যাচে কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান তার কাঙ্খিত জয় পেল । কেরালা ব্লাস্টারকে কে ৫-২ গোলে হারাল তারা । এদিন তিনটি গোল করেন পেট্রাটস , একটি কাউকো , একটি রডরিগেস , কেরালার পক্ষে দুটি গোল করেন যথাক্ক্রমেকালিওজায়নি ,রাহুল।
অন্যদিকে কলকাতা ফুটবল লীগে মহমেডান জয় পেল । ভবানীপুরকে হারিয়ে গিয়ে কলকাতা ফুটবল লিগে টপে মহামেডান । দুর্দান্ত ফর্মে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। কলকাতার ফুটবল লীগে সুপার সিক্স এ শিখরে রয়েছে মহামেডান। এদিন ভবানীপুর কে খেলায় হেলায় হারিয়ে দেয় মহামেডান। বলা যেতে পারে স্বপ্নের ফর্মে রয়েছে তারা। খেলার ফলাফল মহামেডান ৩ ভবানীপুর ০, খেলার প্রথম থেকে দুর্দান্ত ছন্দ ছিল মহামেডান, মার্ক জোসেফ দুটি গোল করেন। এবারে ডুরান্ডের সেমিফাইনালে মহামেডান একমাত্র কলকাতা ক্লাব হিসেবে খেলার ছাড়পত্র পেয়েছিল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন