উত্তরবঙ্গে স্কুলের পোশাকে বিতর্ক

 

স্কুলে নীল - সাদা পোশাক বিতর্ক এবার উত্তরবঙ্গে  



কুশল দাশগুপ্ত , ৩১ অক্টোবরঃ  নীল সাদা পোশাক নিয়ে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়িতে।আজ সকালে জলপাইগুড়ির একটি নামী ইষ্কুলের ছাত্রীরা ছুটির দিনেও ইষ্কুলের পোশাক পড়ে আসেন। তাদের অভিযোগ কে কি পোশাক পড়বে সেটাও যেমন কেউ বলে দিতে পারে না,তেমনি কোন ইষ্কুলকেও জোর করা যায়  না তারা কি ধরনের পোশাক পরবে। এত বছর ধরে তারা যে পোশাক পরে এসেছে হঠাৎ করে এই পোশাক পরিবর্তন করলে তাদের মানসিক সমস্যা তৈরী হতে পারে। আর কেন তারা ইষ্কুলের পোশাক পরিবর্তন করবে।আর যদি সব ইষ্কুলের পোশাক একই করে দেওয়া হয় তবে ভালো এবং খারাপ ইষ্কুলের পার্থক্য কোথায় থাকবে? অবশ্য এই ব্যাপারে ইষ্কুলের প্রধান শিক্ষিকাকে জিঞ্জাসা করা হলে তিনি কিছুই বলতে চান নি।

মন্তব্যসমূহ