সৌরভ রাজনীতির শিকার - অশোক

 


সৌরভ গাঙ্গুলি রাজনীতির শিকার ,জানালেন একদা সৌরভ ঘনিষ্ঠ বাম  মন্ত্রী 



 নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি , ১৩ অক্টোবরঃ   রাজনীতি করে বাদ দেওয়া হল সৌরভকে।আজ নিজের বাড়িতে বসে ঠিক এই কথাই জানালেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।তিনি বলেন আমার দেখা সেরা ক্রিকেট প্রশাসক সৌরভ।ওর সবচাইতে বড় ব্যাপার ও কোনদিন মাথা নীচু করে নি, প্রচণ্ড বুদ্বি রাখে এবং জানে কখন সরে যেতে হয়। টাকা পয়সা ওর দরকার নেই,ও কোনদিনও সেটা ভাবে না,ও চায় সন্মান ও সব পেয়েছে। তবে ওর সাথে অন্যায় করল বিজেপী। কারন ও থাকলে ভারতীয় ক্রিকেট অনেকটাই এগিয়ে যেত। যেভাবে বিজেপী ওকে সরিয়ে দিল সেটা নোংরামো ছাড়া আর কিছুই নয়। বিজেপীর আচরন এরকমই। ওরা ওদের মত করে না চললেই সরিয়ে দিতে পারে।এটাই ওদের কাজ। তবে এতে সৌরভের সন্মান কমল না,আরো বেড়ে গেল।বিশেষ করে বাংলার মানুষের কাছে ও আরো বেশী সন্মানিত হবে। যখন অধিনায়ক ছিল সবাইকে নিয়ে চলতে চেষ্টা করেছে,এখন প্রশাসক হয়েও চেষ্টা করছে সেই কাজটা করার। ও পদে থাকুক বা না থাকুক ও নিজের কাজটুকু করে গেছে শেষ পযর্ন্ত। অশোক ভট্টাচার্য আরো জানান আমি সৌরভের সাথে কলকাতায় গেলেই দেখা করব আরেকবার,তবে ও ভেঙ্গে পড়বার ছেলে নয়,ও ভালোমতই জানে কোথায় কি করতে হবে। আপাতত ওর মানসিক বিশ্রাম দরকার।তারপরে ও চিন্তা করুক ও কি করবে জানালেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র। তবে আমি ওর পাশে আছি বলে জানালেন তিনি।

মন্তব্যসমূহ