নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি নওয়াজুলিতে, আহত গাড়ির চালক
নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি , ১৯ অক্টোবরঃ নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি রাস্তার ধারে থাকা নওয়াজুলিতে পড়ে যায়। এই ঘটনায় ওই গাড়ির ড্রাইভার আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনার প্রসঙ্গে জানা গেছে আজ শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে করতোয়া এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নওয়াজুলিতে পড়ে যায়। একটি গরুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। এরপর পুলিশর ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়, গাড়িটিকে উদ্ধার করা হয়। আহত চালককে স্থানীয় মানুষ ও পুলিশের সহযোগিতায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়েছে ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন