কেদারনাথ যাত্রীদের জন্য সুখবর ।

 

কেদারনাথ যাবার জন্য আর লাগবেনা বেশি সময় , যেতে হবে না হেঁটেও 



সজল দাশগুপ্ত , ১৫ অক্টোবরঃ কেদারনাথ দর্শনে যারা যেতে ভয় পাচ্ছেন শুধু পাহাড়ি রাস্তায় হাঁটার জন্য । তাঁদের জন্য রয়েছে সুখবর। অনেকদিন আগে থেকে দেশের প্রধানমন্ত্রী এই কস্ট লাঘব করতে চাইছিলেন। পথ খুঁজতে বলেছিলেন । সেই পথের সন্ধান পাওয়া গেছে ।  সোনপ্রয়াগ থেকে কেদারনাথ যাওয়া যাবে মাত্র ২৫ মিনিটে। সোনপ্রয়াগ থেকে কেদারনাথের দূরত্ব ১৮ কিমি। যেতে সময় লাগে প্রায় ৮ ঘন্টা। পায়ে হেঁটে এই পথ অতিক্রম করতে হয়, কারণ এতটাই দুর্গম গাড়ি  চলে না এই পথে। রোপওয়ে মারফত এবার থেকে যাতায়াত করা যাবে , ইতিমধ্যে সবুজ সংকেত মিলেছে এই ব্যাপারে। প্রতিবছরই এই পথে তীর্থযাত্রীর সংখ্যা বাড়ছে, তাই প্রস্তাব দেওয়া হয়েছিল এই প্রকল্প এর। এই প্রকল্প বাস্তবায়িত করতে ১০০০ কোটি টাকার ওপরে খরচ হবে। চারটি স্টেশনও তৈরি হবে। এবার থেকে তীর্থযাত্রীরা সোনপ্রয়াগে কেদারনাথ রোপওয়ে করে যাতায়াত করতে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প সত্যি হতে চলেছে।

মন্তব্যসমূহ