সিকিমে এখন চলছে বৃষ্টি , বহু পর্যটক এখনো আটকে সিকিমে , প্রচন্ড ধাক্কা পর্যটন শিল্পে
নিজস্ব সংবাদদাতা , সিকিম , ১৫ অক্টবর ভয়াবহ বৃষ্টির কারনে বিপর্যয় উত্তর সিকিমে। গতকাল রাতে উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় প্রচণ্ড বৃষ্টির কারণে উত্তর সিকিমের জনজীবন পুরোপুরি থেমে যায়। সিকিমের স্থানীয় বাসিন্দারা ছাড়াও বিপদে পড়ে যান পর্যটকেরাও। গভীর রাতের খবর সিকিমের পুলিশ এবং স্থানীয় এন জিওর সহযোগীতায় প্রায় ছয়শো জনকে উদ্বার করেছে। উত্তর সিকিমের পুরো এলাকায় ধস নেমে যাওয়ায় বিপদে পড়ে যান পর্যটকেরাও। কারণ লাইট নেই,খাবার নেই এবং থাকবার জায়গা নেই , প্রায় অসহায় অবস্থায় রাস্তায় বসে ছিলেন পর্যটকেরা। পরে সিকিমের বেশ কিছু সাধারন মানুষ নিজেরা পর্যটকদের নিজের বাড়িতে নিয়ে চলে যান। সিকিমের রাস্তাঘাট পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় আজ সকাল থেকেই গাড়ির উপরে গাড়ি রাস্তায় আটকে যায়। প্রায় ছয়শো জন পর্যটককে উদ্বার করা গেলেও এখনো বহু পর্যটক সিকিমের হোটেলে আটকে আছেন বলে খবর। উত্তর সিকিমের সাথে দক্ষিন সিকিমের যোগাযোগ ব্যাবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়া রোজকার কার্যকলাপ পুরোপুরি বন্ধ হয়ে গেছে উত্তর সিকিমের। গতকাল গভীর রাতেই সিকিম থেকে প্রায় ৭০ টি গাড়ি দার্জিলিং এর দিকে রওয়ানা হয়ে গেছে বলে খবরে প্রকাশ। সিকিমের এই ভয়াবহ বিপর্যয়ে শিলিগুড়ি থেকে দশটি বাস শিলিগুড়ি থেকে সিকিম রওয়ানা হয়ে গেছে বলে খবর। সিকিমের এই ভয়াবহ বিপর্যয়ে প্রায় তিনহাজার পর্যটক সিকিমে তাদের বেড়ানো বাতিল করে দিয়েছেন বলে খবর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন