ডুয়ার্সের নীল চা

 গন্ধ ,বর্ন, স্বাদ সব কিছুতেই সুপারহিট ডুয়ার্সের ব্লু টি



গন্ধ ,বর্ণ ,স্বাদে সুপারহিট ডুয়ার্সের ব্লু টি, ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে যথেষ্ট চাহিদা অর্জন করতে পেরেছে এই চা। বিদেশে এই চায়ের মোটামুটি ভালই চাহিদা তৈরি হয়েছে। অপরাজিতা ফুল দিয়ে তৈরি হয় ব্লু টি। এর আগে ডুয়ার্সের চা বাগানে উৎপন্ন হয়েছে মুনলাইট টি, হোয়াইট টি, এবার নতুন সংযোজন ব্লু টি।
অপরাজিতা ফুল দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি হয় এই চা। চায়ের দাম যথেষ্ট আকাশ ছোঁয়া। কেজিপ্রতি চায়ের দাম ৬০০০ টাকা, এই ব্যাপারে ডুয়ার্স চা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে উৎপাদন বৃদ্ধি পেলে সাভাবিক ভাবে চায়ের দাম কমবে। এখনো পর্যন্ত ব্লু টি মোট পাঁচ কেজি উৎপন্ন করা সম্ভব হয়েছে। উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে কেজি প্রতি চায়ের দাম কমবে। বিদেশের বাজারে ইতিমধ্যেই এই চায়ের জনপ্রিয়তা দেখা দিয়েছে।
গন্ধ ,টেস্ট,বর্ন সবদিক থেকেই সুপারহিট এই চা। চিকিৎসকরা জানিয়েছেন ব্লু টি স্বাস্থ্যের পক্ষে উপকারী । চা প্রেমী মানুষের মধ্যে এই ব্লু টি কে ঘিরে উৎসাহর সৃষ্টি হয়েছে।
ছবিঃ সংগৃহীত 



মন্তব্যসমূহ