জলপাইগুড়ি সরকারি ইঞ্জিয়ারিং কলেজে করোনা সংক্রমণ

 
করোনার থাবা এবার জলপাইগুড়ি সরকারি ইঞ্জিয়ারিং কলেজে 



কুশল দাশগুপ্ত , জলপাইগুড়িঃ  জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। ইতিমধ্যে পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। এমন পরিস্থিতিতে আতঙ্কে বাড়ি ফিরে যাচ্ছেন পড়ুয়ারা। কলেজের তরফে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পঠনপাঠন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে এই তিন বর্ষের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে। সংক্রমণ নিয়ে নিয়ে পড়ুয়াদের অভিভাবকরাও চিন্তিত। শনিবার থেকে কলেজের হস্টেল ফাঁকা হতে শুরু করেছে। রবিবারও অনেক পড়ুয়া হস্টেল ছেড়ে বাড়ির পথে রওনা দিয়েছেন। ১৫০ জনের মধ্যে এই মুহূর্তে হস্টেলে ২০-২২ জন পড়ুয়া রয়েছেন। তাঁরাও বাড়ি ফিরবেন। তবে কলেজ কর্তৃপক্ষের তরফে পড়ুয়াদের হস্টেল ছাড়ার কোনও নির্দেশ দেওয়া হয়নি। কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, পড়ুয়াদের সুরক্ষার জন্য তাঁদের হস্টেলে থাকারই কথা বলা হয়েছিল। কিন্তু কেউ যদি হস্টেল ছেড়ে চলে যান, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। সংক্রমণের কারণে শুধু পঠনপাঠন ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। এদিকে,  কলেজ কর্তৃপক্ষের অনুরোধে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কলেজে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছে।ছেলেমেয়েদের করোনায় আক্রান্ত হবার খবরে চিন্তায় পড়ে গেছেন তাদের অভিভাবকেরাও।

মন্তব্যসমূহ