রবিবাসরীয় সাহিত্যের বেহালার দিন প্রতিদিন - পদ্যপুকুর / সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের অন্য এক অমর সৃষ্টি

 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   


শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনায়।
 "তপন উবাচ" তে  শুরু হয়েছে  সাহিত্যের অঙ্গনে  প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা   ' পদ্যপুকুর  ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার  জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।


                                               পদ্যপুকুর / ১     

তপন উবাচ 

আলোকচিত্র: মিলা চৌধুরী


সবুজ জাজিম বিছিয়ে রেখেছে
      সাতনরি হার দিকবিদিক
পাহাড়িকন্যা ডাক দিয়ে যায়,
      'আয় চলে আয়, অচিন পথিক।'

 
    পদ্যপুকুর / ২    


আলোকচিত্র : অভিষেক লাহিড়ী


                                       পৃথিবীর গায়ে কেউ এঁকেছেন
      সবুজে ভিজোনো ছবি
অন্তরালে থেকে নিয়ত করেন
      পৃথিবীটা সুন্দর।
পদ্যপুকুর / ৩ 

আলোকচিত্র : ডা অরূপ গুহ



সূর্যচিহ্ন আকাশে কে আঁকে
      কোটি বছরের প্রত্নতুলি
পৃথ্বীপৃষ্ঠে নিয়মমাফিক
      আভোরসন্ধ্যা সঞ্জীবনী।



মন্তব্যসমূহ

  1. আপ্লুত ও গর্বিত হলাম।

    উত্তরমুছুন
  2. অনিন্দ্য সুন্দর লেখনী।প্রতিদিন ভোরের এই উভেচ্ছা দিনটাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দেয়ে।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন