বাংলার লিচু চলল কাতার

বাংলার লিচুর কাতার যাত্রা 



 কুশল দাশগুপ্ত , মালদা , ১৫ মেঃ  মালদার লিচু এবারে যাচ্ছে কাতারে।মালদা বিখ্যাত আমের জন্য,এবার আমের পাশে জায়গা করে নিল মালদার লিচূও।এবারে মালদার লিচু যাচ্ছে কাতার এবং ইজরায়েলে।এবারে মালদার রেশমীবাগ লিচুর ফলন প্রচণ্ডভাবে বেশী হয়েছে।গত দুবছর ধরে মালদার রেশমীবাগ লিচু যেতো ইজরায়েল এবং কাতারে।এবারে ইজরায়েল এবং কাতারের হাইকমিশনের তরফ থেকে মালদার জেলাশকের কাছে লিচূ চাওয়া হয়েছে।মালদার লিচুর চাহিদা প্রচণ্ডভাবে বেড়ে গেছে কাতার এবং ইজরায়েলে।ইজরায়েলের রাজধানীতে মালদার লিচুর প্রচণ্ড চাহিদা।ইজরায়েলের প্রধানমন্ত্রী নিজে লিচু খেতে প্রচণ্ড ভালবাসেন।অন্যদিকে কাতারেও মালদার লিচুর প্রচণ্ড চাহিদা।কাতার এবং ইজরায়েলে একসাথে মালদার আমি এবং লিচু পাঠানো হবে বলে জানিয়েছেন মালদার জেলাশাসক।লিচুর চাহিদা বেড়েছে ইয়োরপের অরেকটি দেশ হল্যান্ডেও।সেখান থেকেও মালদার জেলাশাসকের কাছে চিঠি এসেছে লিচু পাঠানোর ব্যাপারে।তবে এখনই সেখানে লিচু পাঠানো হবে না।আগে যে যে দেশে পাঠানোর কথা সেখানে সেখানে পাঠানো হবে বলে জানিয়েছেন মালদার জেলাশাসক।রেশমিবাগ লিচু ছাড়াও মালদার আরেক লিচু জাহানারাও সুখ্যাতি লাভ করেছে বিদেশে।তবে সেই লিচূ এখনই বিদেশে পাঠানো হবে না বলে জানা গেছে মালদার জেলাশাসকের পক্ষ থেকে।

মন্তব্যসমূহ