রাতের পাহাড়ে বাড়ছে অপরাধ , চিন্তায় প্রশাসন
নিজস্ব সংবাদদাতা , দার্জিলিং , ১১ মেঃ রোজগার নেই পাহাড়ে,তাই বাড়ছে অপরাধ দার্জিলিং এ।রাতে বাইরে বের হলেই বাড়ছে ছিনতাই।গত কয়েকদিনে বেশ কয়েকটি ছিনতাইএর ঘটনা ঘটেছে দার্জিলিং এ।এমনিতেই বিকেল ৫টার পরে রাস্তায় লোকজন অনেকটাই কমে যায় পাহাড়ে,তার উপরে গত দুবছরে লকডাউনের পরে পাহাড়ের অর্থনৈতিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে দার্জিলিং এ।রোজগার নেই অনেকেরই।পাহাড়ের স্থানীয় ছেলেমেয়েরা টুরিজমের মাধ্যমে সরাসরি উপার্জন না করলেও টুরিষ্টরা আসলে তাদের বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন হত।এখন সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।বাধ্য হয়েই অপরাধমুলক কাজে নেমে পড়েছেন স্থানীয় ছেলেমেয়েরা।রাত হলেই বাড়ছে চুরি এবং ছিনতাই,সাথে যুক্ত হয়েছে পকেটপারি।পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে বটে,তবে তাতে বিন্দুমাত্র অপরাধ কমে নি।পাহাড়ে যেসব পর্যটক বেড়াতে আসছেন হোটেল থেকেই বলে দেওয়া হচ্ছে বাইরে গিয়ে কোন দুর্ঘটনা ঘটলে তার জন্য হোটেল কতৃপক্ষ বিন্দুমাত্র দায়ি থাকবেন না।যে কারনে একেবারে রাত হয়ে গেলে অনেক পর্যটকই পাহাড়ে উঠবার সাহস করছেন না।এবিষয়ে পাহাড়ে তৃণমূল বিধায়ক শান্তা ছেত্রীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,আমি শুনেছি সবকিছু,তবে রাতে ওইভাবে পর্যটকদের নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না।তবে পর্যটকদের সাবধানে থাকতে হবে।আর যেভাবে অপরাধ বাড়ছে তাতে এই ব্যাপারটা সত্যি সত্যি চিন্তার বিষয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন