অগ্নিমুল্যের বাজারে সংসার চালানোই দায় সাধারণ মানুষের

 বাজার আগুন , সংসার চালানো দায় হয়ে উঠেছে সাধারণ মানুষের 



বিশেষ সংবাদদাতা , কলকাতা ও শিলিগুড়ি , ৮ মেঃ সাধারণ মানুষের সংসার চালানোই দায় হয়ে উঠেছে। একদিকে গ্যাসের দাম এক হাজার পেরিয়েছে। আলু থেকে সব্জী , সব অগ্নি মূল্য। গত এক সপ্তাহে আলুর দাম বেড়েছে গড়ে কেজিতে পাঁচ থেকে ছয় টাকা, টমেটো থেকে  ঝিঙ্গে , পটল থেকে চিচিঙ্গে , গড়ে প্রত্যেক দিন কেজিতে বাড়ছে পাঁচ থেকে আট টাকা। সরকারের নিয়ন্ত্রণ নেই এই দাম বাড়ার ক্ষেত্রে । এমনটাই অভিযোগ সাধারণ মানুষের। এমনিতেই সাধারণ মানুষ দু বছরের অতিমারিতে আর্থিক দিক দিয়ে একেবারে ভয়ংকর দুরাবস্থার সামনা করছেন। তাঁর ওপর এই অগ্নিমুল্যের বাজারে সংসার চালানোর ক্ষেত্রে একেবারে অসহায় হয়ে পড়েছেন । কলকাতায় রাজ্যের শাসক দল ও বিরোধীদলের মধ্যে এ নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত। কোন ভাবেই সাধারণ মানুষের আশার বাণী তাঁরা দিচ্ছেন না। সাধারণ মানুষ চাইছেন নিজেদের বাঁচার জন্য শাসক দলের কাছে কোন একটা সদুত্তর। এদিকে কলকাতার পাইকারি বাজারের বিক্রেতারা জানাচ্ছেন , এই মুহূর্তে বাজারে যে যোগান , তাতে দাম আপাততঃ কমার সম্ভাবনা দেখছেন না তারা । মুরগীর মাংস থেকে মাছের দামও আকাশ ছোঁয়া। ফলে গৃহস্থ মানুষের হেঁশেলে এখন কি অবস্থা চলছে তা সহজেই অনুমেয়। রাজ্যের দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে এখই ছবি । শুধু সব্জী নয় তেল থেকে ডাল সঙ্গে মশলার দামেও আগুন। ফলে সাধারণ মানুষ কিভাবে প্রতিদিনের পাতে কি দেবেন ? সেটা নিয়েও পড়েছেন কঠিন চিন্তায় ।    

শিলিগুড়িতে বাড়ছে মশলার দাম তেলের পড়ে মশলার দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় সাধারন মানুষ।শিলিগুড়ির প্রায় সব দোকানেই মশলার দাম বেড়েছে তিনটা থেকে পাচ টাকা।এমনকি শিলিগুড়ির লোকাল মশলার দামও বেড়ে গেছে।অনেক দোকানে লোকাল মশলা বিক্রি করে সেই দোকানগুলিতেও মশলার দাম বেড়ে গেছে।কেন বাড়ল মশলার দাম,যেসব কোম্পানী মশলার দাম বাড়িয়েছে তারা জানিয়েছেন মশলা তৈরীর খরচ অনেক বেড়ে যাওয়ায় তারা বাধ্য হচ্ছেন মশলার দাম বাড়াতে।কি সানরাইজ কি কুকমী সব কোম্পানির মশলার দামই বেড়েছে।তেল গ্যাস এবং মশলা সব জিনিসের দামই বেড়েছে।আর বেড়েছে মানুষের চিন্তা।শিলিগুড়ির মার্কেটে যেসব দোকানগুলিতে মশলা পাওয়া যায় প্রায় সব দোকানগুলিতেই মশলার দাম বেড়েছে।মাছ,মাংশ,শাক শবজী এবং তেলের সাথে মশলার যোগ অপরিহার্য,সেখানে মশলার দাম বেড়ে যাওয়ায় চিন্তার রেখা বাড়ল সাধারন মানুষের।

মন্তব্যসমূহ