মায়েদের কষ্ট লাঘব করতে বেবি বার্থের সুবিধা মিলবে রেলে

 


বেবি বার্থের সুবিধা মিলবে রেলে



সজল দাশগুপ্ত , কলকাতা , ১০ মেঃ আমরা যারা  নিয়মিত রেলে সফর করি , বিশেষ করে দুরপাল্লার ট্রেনে , তাঁদের কাছে সুখবর। এখন থেকে আর ঝক্কি পোয়াতে হবে না নিজের ছোট্ট সন্তানের জন্য। তাকে কোথায় শুতে দেব ? কোথায় নিজের ঐ ছোট্ট সিটের মধ্যে জায়গা করে দেব , শত ঝামেলা পোয়াতে হত এটা নিয়ে । এবার সেই দিকে লক্ষ্য রেখে , যাত্রী সুবিধায় একগুচ্ছ পরিকল্পনার মধ্যে এই বিষয়টিও রাখা হয়েছে। এই সমস্যার সমাধানে নেওয়া হয়েছে ব্যবস্থা।    বেশ কয়েক মাস  যাবৎ ভারতীয় রেলে নতুন নতুন যে সংস্কার চলছে। সেই সংস্কারের অঙ্গ হিসেবে এবার লোয়ার বার্থের সঙ্গে বেবি বার্থ এর ব্যবস্থা করেছে রেল। আপাতত লখনউতে  এই পরিষেবা চালু হয়েছে । এতদিন পর্যন্ত শিশুদের ক্ষেত্রে কোন লোয়ার বার্থ ছিল না। ছোটো শিশুরা মায়ের সঙ্গেই একই বার্থে ঘুমাতো।তবে এইবার থেকে বেবি বার্থ এর ব্যাবস্থা থাকবে। রেলওয়ে রিজার্ভেশন বুকিং সেন্টার থেকে লোয়ার বার্থ এর সাথে বেবি বার্থ এর রিজার্ভেশন করতে হবে।

মন্তব্যসমূহ