রবিবাসরীয় সাহিত্যের বেহালার দিন প্রতিদিন - হাট্টিমা টিম টিম / সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের অন্য এক অমর সৃষ্টি

 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   


শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনায়।
 "তপন উবাচ" তে  শুরু হয়েছে  সাহিত্যের ক্যানভাসে প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা   ' হাট্টিমা টিম টিম ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার  জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।


             হাট্টিমা টিম টিম   /   ১    

তপন উবাচ 

আলোকচিত্র : কমলিনী চক্রবর্তী



লাল কার্পেটের মতো বিছিয়ে থাকবে পথ
ছিমছাম, পরিপাটি জীবন কি হবে শুধু রূপকথা!
জীবনে রোমাঞ্চ নেই
    যদি না থাকে প্রতিবন্ধকতা।


             হাট্টিমা টিম টিম   /   ২   


আলোকচিত্র : তৃষ্ণা বসাক


চরাচর জুড়ে চলে প্রকৃতির তৃপ্ত রূপস্নান
শোনো যদি চুপচাপ
হাওয়ার স্নিগ্ধকাঁপ
অনুভবে ছোঁয়া পাবে বেজে যায় মাউথ অর্গান।

             হাট্টিমা টিম টিম   /   ৩   


আলোকচিত্র : শ্যামলী রক্ষিত


প্রকৃতিসূন্দরী--তার কবজিতে বাঁধা
    এক অদৃশ্য সময়সারণী
টিক টিক টিক টিক টিক টিক
যে-দৃশ্যেই  নজর রাখি
    শুনি তার নিঃশব্দ ধ্বনি।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন