রবিবাসরীয় সাহিত্যের বেহালার দিন প্রতিদিন - হাট্টিমা টিম টিম / সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের অন্য এক অমর সৃষ্টি

 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   


শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনায়।
 "তপন উবাচ" তে  শুরু হয়েছে  সাহিত্যের ক্যানভাসে প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা   ' হাট্টিমা টিম টিম ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার  জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।


             হাট্টিমা টিম টিম   /   ১    

তপন উবাচ 

আলোকচিত্র : হাননান আহসান



ছড়ানোছিটানো আছে চরাচরে কত ছবি কত রূপহার
যখনই পেয়েছি অবকাশ
অ্যালবামে রাখি রাশরাশ
নিভৃত মুহূর্তে দেয় প্লাবিত স্বপ্নের উপহার।

             হাট্টিমা টিম টিম   /   ২    

আলোকচিত্র : প্রসূন বসু



ভোরে যেই চোখ থেকে অন্তর্হিত  হয় ঘুমপরী
দেখি নিসর্গের স্নিগ্ধ রূপটান
রোদে-মেঘে ভিজে নিত্য চুপস্নান
জীবনে রোমাঞ্চ আনে প্রতিদিন প্রকৃতিসুন্দরী।

             হাট্টিমা টিম টিম   /  ৩    



আলোকচিত্র : পত্রলেখা নাথ


আপাতদৃষ্টিতে যেন ছবি হয়ে ভরা ক্যানভাস
কৌতূহলী হয়ে যদি উঁকি দাও ছবির গভীরে
খুঁজে পাবে লোকালয়ে কত ভিন্ন বাঁচার অভ্যাস
এক সত্ত্বা সমাজের অন্য সত্ত্বা প্রকৃতিকে ঘিরে।


মন্তব্যসমূহ