পানীয় জলের সংকটে জেরবার শিলিগুড়ির সাধারণ মানুষ

 

শিলিগুড়িতে তীব্র হচ্ছে পানীয় জলের সংকট 



 নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১১ মেঃ তীব্র জলের সমস্যায় জেরবার শিলিগুড়ি বাড়ছে ক্ষোভ।জলের সমস্যায় জেরবার শিলিগুড়ি ।শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডেই তীব্র জলসঙ্কট দেখা দিয়েছে।জলের সমস্যা এত বেড়ে গেছে যে আলাদা আলাদা করে প্রতিটি ওয়ার্ডে পানীয় জল দেবার কথা চিন্তা করছে শিলিগুড়ি পুরসভা।ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন শিলিগুড়িতে মানুষের জলের অসুবিধা হচ্ছে শুনেছি। চেষ্টা করছি যত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করা যায়।বর্তমানে মেয়র চিকিৎসার জন্য বাইরে,যাবতীয় দায়িত্ব ডেপুটি মেয়রের উপর,তাই জলের ব্যপারে সব সিদ্ধান্ত তাকেই নিতে হচ্ছে বলে জানা গেছে।আমরা চেষ্টা করছি এই তীব্র গরমে মানুষের যাতে কষ্ট না হয়।আসলে এই সমস্যা শুরু হয়েছে আগে যারা পুরসভা দেখতেন তাদের আমল থেকে।তাদের দায়িত্বজ্ঞানহীনতার  ফল ভোগ করতে হচ্ছে আমাদের।তবুও আমরা চেষ্টা করবো যাতে মানুষ এই গরমের মধ্যে জলের জন্য কষ্ট না পায়।এই গরমে জল নিতে গিয়ে লম্বা লাইনে দাড়াতে হচ্ছে সাধারন মানুষকে।জল নিতেই চলে যাচ্ছে এক থেকে দেড় ঘন্টা।ফলে ভোগান্তি বাড়ছে।এর উপরে জল নিতে এসে ফিরে যাওয়ায় আরো ক্ষোভ বাড়ছে সাধারন মানুষের মনে।

মন্তব্যসমূহ