উত্তরবঙ্গে সেনা ধরল চিতা

 

সেনার হাতে বন্দি চিতা 



কুশল দাশগুপ্ত , জলপাইগুড়ি , ৮ মেঃ   সেনা ছাউনি চত্বরে খাচাবন্দি পূর্ণবয়স্ক , পুরুষ চিতাবাঘ । জলপাইগুড়ি জেলার বিন্নাগুড়ি সেনা ছাউনির ঘটনা । ইতিমধ্যেই চিতাবাঘটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড ।

বেশ কিছুদিন ধরেই সেনা ছাউনি চত্বরে উৎপাত চালাচ্ছিল পূর্ণবয়স্ক , পুরুষ চিতাবাঘটি। সেনাছাউনির তরফে খবর দেওয়া হয় বনদফতরে। বনদফতর থেকে টোপ দিয়ে খাঁচাপাতা হয়। রবিবার সকালে দেখা যায় , সেই খাঁচায় আটক হয়েছে চিতাবাঘটি । খবর পেয়ে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা সেখানে যায় । চিতাবাঘটিকে উদ্ধার করে গরুমারা জাতীয় উদ্যানের প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় । বনদফতর সূত্রে খবর , প্রাথমিক চিকিৎসার পর সেটিকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে বলে খবর পাওয়া গেছে।

মন্তব্যসমূহ