পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে


জলপাইগুড়িতে পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি , সাতজনের অবস্থার অবনতি 



 নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি , ১৫ মেঃ জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির দক্ষিণ ঝাড়আলতা এলাকায় পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন।তাদের মধ্যে সাতজনকে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার রাতে দক্ষিণ ঝাড় আলতা এলাকায় একটি বাড়ির মনসা ও কৃষ্ণ পুজোয় প্রায় ২৫০ জন নিমন্ত্রিত ছিলেন। ওই পুজো বাড়িতে গিয়ে পুজোর প্রসাদ খাওয়ার পর শনিবার সকাল থেকে অনেকেই বমি ও পেটের সমস্যায় ভুগতে থাকেন।এক এক করে প্রায় পঁচিশ জন অসুস্থ হয়ে পড়েন বলে খবর।তাদের মধ্যে সাতজনকে নিয়ে আসা হয় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে।সেখানেই তাদের চিকিৎসা চলছে।রোগীর আত্মীয় পরিজনরা জানিয়েছেন শুক্রবার রাতে পুজোর প্রসাদ খাওয়ার পর থেকেই শরীর খারাপ হতে শুরু করে অনেকের।এরপর শনিবার সকাল থেকে অনেকের।এরপর শনিবার সকাল থেকে অনেকের শারীরিক অবস্থা খারাপের দিকে যায়।এরপর তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়। বতর্মানে গুরুতর অসুস্থ সাত জনের ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। আজ রবিবার ঐ অসুস্থ সাতজনের অবস্থার উন্নতি হয়েছে ।  প্রসাদ খেয়ে অসুস্থ ঐ এলাকার অনেকের চিকিৎসা চলছে বাড়িতেও।এদিকে প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে যাবার পরে আয়োজকদের উপর চড়াও হয় স্থানীয় মানুষ,পরে পুলিশ এসে অবস্থার সামাল দেয়।

মন্তব্যসমূহ