সারা বিশ্বের সঙ্গে আমাদের রাজ্যেও পালিত হল আন্তর্জাতিক নার্সেস ডে
কুশল দাশগুপ্ত , ১২ মেঃ আজ আন্তর্জাতিক নার্সেস ডে । এক প্রণম্য সেবিকাকে শ্রদ্ধা জানাবার জন্য এই দিনটিকে সারা বিশ্ব জুড়ে পালন করা হয়ে থাকে। তিনি হলেন ফ্লোরেন্স নাইটিংগল।ডাক নাম এ লেডি উইথ লাম্প। ১৮২০ ইতালির ফ্লোরেন্স শহরে জন্ম নেয় এক শিশু , পরবর্তীতে যিনি বর্তমান নার্স এই শব্দটির প্রকৃত মুখ বা পাইওনিয়ার হয়ে উঠেছিলেন ।১৮২০ সালে ১২ মে ইতালির এর আভিজাত পরিবারে জন্ম হয় ফ্লোরেন্স নাইটেঙ্গেলের। ১৯৭৪ সাল থেকে তাঁর জন্মদিনটি ইন্টারনেশনাল নার্সেস ডে হিসেবে পালন করা হচ্ছে। সারা বিশ্বের সঙ্গে আমাদের ভারতেও পালিত হল দিনটি । সমতল থেকে পাহাড় । সব জায়গায় সেবিকারা পালন করলেন দিনটি। আন্তর্জাতিক নার্সেস ডে পালিত হল জলপাইগুড়িতে ।
প্রতি বছর ১২ মে সারা বিশ্বে এই দিনটি পালিত হয় আন্তর্জাতিক নার্সেস দিবস হিসেবে। বৃহস্পতিবার জলপাইগুড়ি মেডিকেল কলেজ , নার্সিং ট্রেনিং সন্টার সহ জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয় আন্তর্জাতিক নার্স ডে । এই উপলক্ষে নার্সদের পাইওনিয়ার ফ্লোরেন্স নাইটএঙ্গেলের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রদীপ জ্বালিয়ে স্মরণ করা হয় মানবতার প্রতীককে । ওনার দেখানো সেবার পথে নিজেদের নিয়োজিত রাখার শপথ নেন কর্মীরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন