রেলে আবার চালু মাস্ক

 

করোনার বাড়বাড়ন্তে রেলে আবার মাস্ক পরা বাধ্যতামুলক হতে চলেছে 



সজল দাশগুপ্ত , কলকাতা , ১২ মেঃ  করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে অনেক নিয়ম শিথিল করা হয়েছিল। আবার দেশে বাড়ছে সংক্রমণ সেই কারণে ভারতীয় রেলের থেকে জানানো হয়েছে আবার রেলযাত্রীদের মাক্স পড়তে হবে। আবার রেলে মাক্স পরার নিয়ম চালু হলো। শুধু রেল যাত্রীদের নয় রেল কর্মীদের মুখে মাক্স পড়তে হবে। এই নিয়ম না মানলে জরিমানা ধার্য করা হবে এমনটাই জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে।

দেশে করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসবার পর আবার বর্তমানে ধীরে ধীরে সংক্রমণ বাড়ছে। তাই সংক্রমণ আটকাতে বিশেষ তৎপরতার সাথে এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এখন এটাই দেখার রেলের যাত্রীরা কতটা এই নিয়ম মানেন।

মন্তব্যসমূহ