দাঁতাল হাতির তান্ডবে দোকান মিশল মাটিতে
নিজস্ব সংবাদদাতা , জলপাইগুড়ি , ৮ মেঃ দাতাল হাতি দুমড়ে মুচড়ে দিল একটি দোকান ঘর। রবিবার ভোররাতে একটি বুনো দাতাল হাতি হামলা চালায় জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের সুখানী বস্তিতে। গুড়িয়ে দেয় একটি দোকানঘর। সাবার করে দেয় মজুত রাখা চাল, ডাল সহ অনান্য আনাজপাতি। পর পর দুইদিন ঐ দোকানে হামলা চালানোর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই দাতাল হাতিটি গত শনিবার রাতেও ঐ দোকানে হামলা চালিয়ে চাল ডাল খেয়ে নষ্ট করে গিয়েছিল বলে অভিযোগ এলাকাবাসীদের। শনিবার রাত তিনটা নাগাদ ফের জলঢাকা জঙ্গল থেকে বেড়িয়ে কুমারী প্রধানের গালামালের দোকানে একঘন্টা ধরে তান্ডব চালায় হাতিটি। জানা গিয়েছে, গতবছর কুমারী দেবি রাতে এক প্রতিবেশীর বাড়ি থেকে নিজের বাড়ি আসার সময় বুনো হাতির হামলায় গুরুতরভাবে আহত হন। হাতির হামলায় তার একটি হাত অচল হয়ে গিয়েছে। সেই আতঙ্ক এখনো তার মনের ভীতর থেকে যায় নি।যদিও আগেও দুবার হাতি তাকে আক্রমন করেছিলো বলে জানা গেছে।
The minimal successful hand on this variation is a pair of Jacks or Better. The highest/ best hand right here is the Royal Flush and pays out 4,000 coins with a max wager of 5 coins/credits. In addition, you’ll have to know 우리카지노 the rankings of all the palms you’ll be half in} at your perfect VP recreation. These palms will all the time be indicated on the prime of the paytable, and all palms have completely different payouts.
উত্তরমুছুন