নাবালিকার সঙ্গে শিক্ষকের অশালিন আচরণ

 
শিক্ষকের অশালীন আচরণ নাবালিকার সঙ্গে , আটক করল পুলিশ 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১২ মেঃ   যষ্ঠ শ্রেনীর ওই ছাত্রীকে মা বলে ডাকতেন বিধায়কচন্দ্র রায়।তার বাড়িতে তিনি অতিথি হিসাবে নয় নিজের বাড়ির লোক হিসাবে ভাবতেন বাড়ির অন্যান্য সদস্যরা।সেই শিক্ষক ওই ছাত্রীকে শুধু অঙ্কই করাতেন না অন্য বিষয়গুলিও দেখিয়ে দিতেন।সেই সিপিএমের নেতা এবং শিক্ষক যে তার মেয়ের বয়োসী ছাত্রীর সাথে এই ঘটনা ঘটাবেন ভাবতেই পারছেন না কেউই।দুচারদিন ধরেই তিনি করে আসছিলেন এই ঘটনা।যেটা গতকাল একেবারে চরম পর্যায়ে পৌছে যায়।ভয়ে ওই ছাত্রী তার বাবা মাকে প্রথমে বিষয়টি বলতেই চায় নি,পরে মা জিঞ্জাসা করলে সে কাদতে কাদতে সব খুলে বলে।শুনে প্রথমে তার বাবা মা অবাক হয়ে যান,পরে তারা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানালে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে।ওই ছাত্রীটি জানিয়েছে গত কয়েকদিন ধরেই তার শিক্ষক তার জন্য চিপস্ এবং ক্যাডবেরি নিয়ে আসছিলেন,তার বাবা মা আপত্তি জানালেও ওই শিক্ষক জোর করেই তার হাতে ওইসব খাবার তুলে দিত।গতকাল প্রায় এক ব্যাগ চিপস্ এবং অন্যান্য খাবার নিয়ে আসেন ওই শিক্ষক।ছাত্রীটি যখন চিপস্ খাচ্ছিল তখনই ওই শিক্ষক তার সাথে অশালীন ব্যাবহার করতে শুরু করেন।পরে ওই কিশোরী চিৎকার করলে তার বাবা মা দৌড়ে এসে তাকে টেনে নিয়ে যায় ওই শিক্ষকের হাত থেকে।পাড়াপ্রতিবেশীরাও দৌড়ে এসেন এসেই তারা পুলিশকে খবর দেন।এদিকে শিলিগুড়ির সিপিএম নেতৃত্বে ওই শিক্ষকের সাথে তাদের দলের কোন যোগাযোগ নেই বলে দাবী করেছে।তারা জানিয়েছে সমর্থক হতেই পারেন,তবে তাদের দল এই জঘন্য কাজকে কোনদিন সমর্থন করে নি আর করবেও না ।

মন্তব্যসমূহ