দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে বেসুরো পাহাড়ের নতুন রাজনৈতিক দল ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১১ মেঃ বঙ্গ সফরে শিলিগুড়িতে এসে জনসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান , গোর্খাদের কথা একমাত্র ভারতীয় জনতা পার্টি চিন্তা করে। পাশাপাশি জিটিএ নির্বাচন দিয়ে গোর্খাদের সমস্যার সমাধান হবে না বলেই জানান অমিত। বুধবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে অমিত শাহের বিরুদ্ধে সুর চড়াল পাহাড়ের নতুন রাজনৈতিক দল ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ।
এদিন দলের নেতা এসপি শর্মা জানান , শিলিগুড়ির বিজেপি জনসভা থেকে পাহাড়ের নতুন চমক ঘোষণা করবে । অমিত শাহ সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে বলে দাবি করেন তিনি । তিনি ও বলেন অমিত শাহ ও ভারতীয় জনতা পার্টি পাহাড় নিয়ে তাদের স্পষ্ট বক্তব্য তুলে ধরুক ।এইভাবে ভাষাভাষা কথা না বলে পাহাড় নিয়ে বিজেপীর চিন্তাভাবনা কি তা বিজেপীর নেতৃত্ব স্পষ্ট করে জানাক।এইভাবে দিনের পর দিন মানুষকে আশা দিয়ে রাখাটা একেবারেই অনুচিত বলে জানান তিনি।
এছাড়া এসপি শর্মা জানান , ১৫ তারিখের মধ্যে জিটিএ নির্বাচন নাকি গোর্খাল্যান্ড কি চায় ভারতীয় জনতা পার্টি তা স্পষ্ট করুক অমিত শাহ। এই তারিখের মধ্যে স্পষ্ট বক্তব্য না পাওয়া গেলে অমিত শাহের প্রতিকৃতি নিয়ে পাহাড় জুড়ে ও সমতলে আন্দোলনে নামবে ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ বলে জানা গেছে তাদের মুখপাত্র তামাং শেরপার পক্ষ থেকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন