সারা রাজ্যে জুড়ে পালিত রবীন্দ্র জন্মোৎসব
কুশল দাশগুপ্ত , কলকাতা , ৯ মেঃ সারা রাজ্যে জুড়ে শ্রদ্ধা সহকারে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিন। আজ রাজ্যের সবচেয়ে বড় রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানটি হয় রবীন্দ্র সদন সংলগ্ন ক্যাথিড্রাল রোডে। বৃষ্টির ভ্রূকুটি উপেক্ষা করে রবীন্দ্র অনুরাগীরা অংশ নেন এই অনুষ্ঠানে। প্রভাতী অনুষ্ঠান হয় বেহালার শরৎ সদনে , নব নালন্দার রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান হয় সাউদার্ণ অ্যাভেন্যু এর বুলেভার্ডে , গলফ গ্রীন প্রভৃতি জায়গায় । এদিন রবীন্দ্র সদন সংলগ্ন রাজ্য সরকারের অনুষ্ঠানে সুভ সুচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ,মমতা বন্দ্যোপাধ্যায় । বেহালায় ছিলেন রাজ্যের শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি জানালো কলকাতার একশো নয় নম্বর ওয়ার্ড।আজ কলকাতার একশো নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অনন্যা বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক বর্নাঢ্য সাংষ্কৃতিক অনুষ্ঠান,যেখানে আয়োজন করা হয়েছিল রক্তদান ছাড়াও আরো সাংষ্কৃতিক অনুষ্ঠানের।যেখানে রক্ত দিতে উপস্থিত ছিলেন বহু মানুষ।এছারা ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় বই এবং খাতা সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস।এদিন অনন্যা ব্যানার্জী জানান কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে কিছু সেবামুলক কাজ করাই ছিল আমাদের উদ্দেশ্য।আমরা তাই আয়োজন করেছিলাম এই অনুষ্ঠানের।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা কলাকুশলী এবং শিল্পীরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন