রবিবাসরীয় সাহিত্যের বেহালার দিন প্রতিদিন - হাট্টিমা টিম টিম / সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের অন্য এক অমর সৃষ্টি

 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   


শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনায়।
 "তপন উবাচ" তে  শুরু হয়েছে  সাহিত্যের ক্যানভাসে প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা   ' হাট্টিমা টিম টিম ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার  জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।


             হাট্টিমা টিম টিম   /   ১    

তপন উবাচ 


আলোকচিত্র : কমল মজুমদার


এ কোন পৃথিবী--বিস্ময়ে বিমূঢ় কিশলয়
যেদিকে তাকায়--
পাতায় পাতায় লেখা শুধু ভয়
কে কোথায় আছো--দুহাত বাড়াও
দাও বরাভয়।


             হাট্টিমা টিম টিম   /   ২    


আলোকচিত্র : সৌরেন বন্দ্যোপাধ্যায়



কিছু ছবি আছে হাতে আঁকা
কিছু ছবি আঁকে নিজেই প্রকৃতি
শিল্পী ধন্দে থাকে
      কার ছবি নিখুঁত জ্যামিতি।

মন্তব্যসমূহ