ভারত-নেপাল সীমান্তে উদ্ধার হওয়া নীলগাই এর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা , দার্জিলিং , ২৫ এপ্রিলঃ দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে উদ্ধার হলো একটি নীলগাই। রবিবার বিকেলে বনদপ্তর এর কাছে খবর আসে হিরাগঞ্জ এলাকায় একটি নীলগাই ঘোরাঘুরি করছে। এই খবর পাওয়া মাত্র তড়িঘড়ি বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নীলগাইটিকে উদ্ধার করে নিয়ে আসে। বনদপ্তর সূত্রে জানা গেছে সম্ভবত মেচি নদী পার করেই নীলগাই টি নেপাল থেকে ভারতের দিকে ঢুকেছে। গ্রামে নীলগাই দেখতে পেয়ে এলাকায় হইচই পড়তেই প্রচুর মানুষের ভিড় জমে যায়। দৌড়োদৌড়ি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল সেই নীলগাইটি। এর পরেই তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় ঘোষপুকুর বনদপ্তরের কার্যালয়ে। বনদপ্তর সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া নীলগাইটি পুরুষ এবং নীলগাইটির বয়স আনুমানিক ৫ বছর। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে নিজের প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি করতে গিয়ে নীলগাইটি অসুস্থ হয়ে পড়ায় তার হার্ট অ্যাটাক হয়। এবং মৃত্যু হয়। নীলগাইটির দেহ বনদপ্তর এর তরফে ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়।এদিকে পরপর একের পর এক পশুর মৃত্যুতে কিছুটা হলেও চিন্তায় বন কর্মীরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন