পাপিয়া ঘোষ কি উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখ হয়ে উঠতে চলেছেন ?

 

উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ হয়ে কি উঠতে চলেছেন পাপিয়া ঘোষ ?



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২৫ এপ্রিলঃ কেটে গেছে কয়েকমাস,শিলিগুড়িতে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস।বহুদিনের অপেক্ষার পরে বিপুল সংখ্যায় ওয়ার্ড জীতে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস।মুখ্যমন্ত্রীর আশা পুরণ হয়েছে এবারে।তৃনমুল কংগ্রেস শিলিগুড়িতে আগামী ৫বছরের জন্য ক্ষমতায় এসেছে।হতাশা এবং দলাদলিতে জড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেসকে এক করে শিলিগুড়ির মানুষ এবারে ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন একমাত্র একজনেরই জন্য।তিনি রবীন্দ্রনাথ ঘোষের কন্যা পাপিয়া ঘোষ,গত আগষ্ট মাসে ক্ষমতায় এসেছিলেন তিনি।এসেই তিনি বুঝেছিলেন কাজটা সহজ নয়।তাই সবাইকে এক জায়গায় এনে ৪৭টি ওয়ার্ডে ছুটে বেড়িয়েছেন তিনি।হাসিমুখে সবার সাথে কথা বলেছিলেন,মিটিয়েছেন সব আবদার।সব নেতাদের একজায়গাতে এনে তিনি দেখিয়ে দিয়েছেন তিনি সব করতে পারেন,আর পেরেওছেন মুখ্যমন্ত্রীকে শিলিগুড়ি উপহার দিয়েছেন।শিলিগুড়ির মানুষ মেনে নিয়েছেন পাপিয়া ঘোষ ছাড়া কোনমতেই সম্ভব হত না এই কাজ,বিপরীতে যেখানে অশোক ভট্টাচার্য্য,শঙ্কর ঘোষ এবং শঙ্কর মালাকার সেখানে জয়ী হওয়া খুব একটা সহজ ব্যাপার নয়,সেটাও বুঝে গিয়েছেন পাপিয়া ঘোষ।তাই তিনে একেবারে শুন্য থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসকে ৩৭টি ওয়ার্ডে জয়ী করেছেন।মুখ্যমন্ত্রীর মুখে এনে দিয়েছেন সেই কাঙ্খিত হাসি।এবং মুখ্যমন্ত্রী নিজেও এর কৃতিত্ব পাপিয়া ঘোষকেই দিয়েছেন।

অবশ্য পাপিয়া ঘোষ নিজে সব কৃতিত্ব নিজে নিতে চান নি কোনদিনও,তিনি বারেবারে জানিয়েছেন এই জয় আমার নয়,আমাদের তাই জয়ের অংশীদার নেতা থেকে কর্মী সকলেরই।

সামনে শিলিগুড়ির মহকুমা পরিষদের নির্বাচনে তাকে আবার বড় দায়িত্ব নিতে হবে,মুখ্যমন্ত্রীর এই ইঙ্গিত চলে গেছে পাপিয়া ঘোষের কাছে।তাই শিলিগুড়ির মানুষের আশা আগামীতে আরো বড় দায়িত্ব পাবেন পাপিয়া ঘোষ আগামী ২০২৪এর লোকসভা নির্বাচনের আগে।

মন্তব্যসমূহ