১৫ দিন পুরোপুরি বন্ধ বাগডোগরা এয়ারপোর্ট

 

রানওয়ে মেরামতির জন্য বন্ধ বাগডোগরা এয়ারপোর্ট 



কুশল দাশগুপ্ত , বাগডোগরা , ১১ এপ্রিলঃ  আজ থেকে বন্ধ এয়ারপোর্ট।আগামী ১৫দিনের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হল রানওয়ে মেরামতির জন্য।বারবার খারাপ হচ্ছে রানওয়ে আর ব্যাহত হচ্ছে পরিসেবা,তাই আগামী পনেরো দিনের জন্য সম্পুর্ন বন্ধ রাখা হল বাগডোগরা এয়ারপোর্ট।আবার ২৬তারিখ থেকে খুলবে এয়ারপোর্ট।বাগডোগরা এয়ারপোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে,যেসব যাত্রী  আগের থেকে টিকিট কেটে রেখেছিলেন তাদের সম্পুর্ন টাকা ফিরিয়ে দেওয়া হবে।আবার ২৬তারিখের টিকিট দেওয়া হবে।তবে এয়ারপোর্ট কতৃপক্ষ্যের পক্ষ থেকে জানানো হয়েছে এইমাসে কোন এজেন্ট যাত্রীদের টিকিট করিয়ে দিতে পারবে না,যদি একান্তই প্রয়োজন হয় তবে সেই যাত্রীদের এয়ারপোর্ট থেকেই টিকিট কাটতে হবে।এবং আগামী  ১তারিখ থেকেই এজেন্টেরা যাত্রীদের টিকিট করিয়ে দিতে পারবে।দিনের পর দিন রানওয়ে খারাপ থাকায় বাতিল হচ্ছিল উড়ান এবং সমস্যায় পড়ে যাচ্ছিলেন যাত্রীরা,শেষমেষ একবারেই বন্ধ করে কাজ  করবার সিদ্ধান্ত নেন বাগডোগরা এয়ারপোর্ট কতৃপক্ষ।এয়ারপোর্ট কতৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আপাতত বন্ধ রেখেই রানওয়ে মেরামত করা হবে।যদি প্রয়োজন মনে করা হয় তবে এই মাসটা পুরোটাই বন্ধ রাখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে এয়ারপোর্ট কতৃপক্ষ্যের তরফ থেকে।

ছবিঃ সংগৃহীত 

মন্তব্যসমূহ